Match Making Rules & Regulations ℹ️
BFU অভ্যন্তরীণ যত টুর্নামেন্ট হবে সব টুর্নামেন্টের ম্যাচ এর জন্যই একই নিয়ম থাকবে।
RULE | DETAILS |
---|---|
MATCH TYPE | STANDARD |
MATCH TIME | 8 MINUTES |
INJURIES | ON |
EXTRA TIME & PK | OFF |
NO. OF SUB INTERVALS | 3 |
NO. OF SUBSTITUTES | 5 |
CONDITION (HOME) | NORMAL |
CONDITION (AWAY) | NORMAL |
অতিরিক্ত নির্দেশনা
- যে রুম ক্রিয়েট করবে না তার দায়িত্ব ম্যাচ রুলস ঠিক আছে কিনা দেখা।
- ম্যাচ শেষে কোন অভিযোগ গ্রহণ করা হবে না।
- ইন্টারনেট সমস্যা (ল্যাগ/ডিসকানেক্ট) হলে, যতটুকু সময় খেলা হয়েছে সেই সময়ের পর থেকে আবার খেলা শুরু হবে।
- ম্যাচ সংক্রান্ত কোন অভিযোগ থাকলে Discord চ্যানেলে প্রমাণ সহ (স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড), ম্যাচ আইডি ও টুর্নামেন্ট নাম জানাতে হবে।
📌 Discord চ্যানেল লিঙ্ক: Join Here